প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশের দুস্থদের জন্য সৌদি সরকারের কোরবানির মাংস বিতরণ শুরুা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বাংলাদেশি দুস্থদের
জন্য সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে তা উদ্বোধন করেন
ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ। এ সময়
উপস্থিত ছিলেন বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর
রশিদ (প্রশাসন), দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের উপসচিব মো. জাহাঙ্গীর আলী খান,
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়ার পরিচালক মো. মোস্তফা জামিল খান, কোরবানির
মাংস বিতরণ প্রকল্প ‘উদহিয়াহ’-এর প্রতিনিধি আহমেদ আল-জাহরানি ও উপরাষ্ট্রদূত
ইব্রাহিম আল-আহমারি। মক্কা
শহর ও পবিত্র স্থানগুলোর রয়েল কমিশনের তত্ত্বাবধানে ‘উদহিয়াহ’ প্রকল্পের সহযোগিতায়
এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।বাংলাদেশের
মতো দেশগুলোতে দাতব্য কাজের ধারাবাহিকতা হিসেবে রাজকীয় সৌদি সরকার এই প্রকল্প
বাস্তবায়ন করা হচ্ছে।
‘উদহিয়াহ’-এর
মাধ্যমে সৌদি সরকারের দাতব্য কার্যক্রম এবং নিয়মিত বাস্তবায়িত মানবিক ও ত্রাণ
প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশে ৪০ হাজার কোরবানির পশু বিতরণ করা
হয় এবং এসব মাংসের পরিমাণ ৩৭২ টন। দেশের ৬৪ জেলার দরিদ্রদের মধ্যে বিতরণ করতে
ইতিমধ্যে সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত