প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
বাসের সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যুা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
মানিকগঞ্জের
সাটুরিয়ার গাজীখালিতে বাঁশের সাঁকো থেকে ইয়াসিন মাহমুদ মুরাদ(৬) নামের এক
শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।ইয়াসিন মাহমুদ মুরাদ সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামের মো.
জাহাঙ্গীর আলমের ছেলে।জানা যায়, বৈলতলা মুকদমপাড়া হাফিজিয়া মাদরাসা থেকে বাড়ি
এসে ইয়াসিন মাহমুদ মুরাদ খেলতে বাইরে যায়।খেলার এক পর্যায়ে বাড়ির
পেছনের গাজিখালী নদীর বাঁশের সাঁকোতে গেলে, হঠাৎ পিছলে নদীতে পড়ে তলিয়ে যায়। বিকেল
গড়িয়ে সন্ধ্যা ঘনালেও পরিবার ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন
আজ (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম নদীতে গেলে পানিতে ইয়াসিন
মাহমুদ মুরাদের দেহ ভাসতে দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে লাশটি
উদ্ধার করে। পরে এলাকাবাসী বিষয়টি সাটুরিয়া থানা পুলিশকে
জানায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো
হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত