প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫
৫ দিনের বৃষ্টির আভাসঃ ঘূর্ণিঝড় 'মোন্থা'র পরোক্ষ প্রভাবা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বঙ্গোপসাগরে
অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস দিয়েছে
আবহাওয়া অফিস। এই পাঁচ দিন দেশের কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে।আজ সোমবার
(২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল
মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।পরদিন বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ
বাড়তে পারে। আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী,
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি
অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে
পারে।এ ছাড়া বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা,
ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের
অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।একই
সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।আবহাওয়াবিদ
তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় মোন্থা মঙ্গলবার ভারতের অন্ধ্র
প্রদেশের উপকূল দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। মূল আঘাত করবে অন্ধ্র
প্রদেশে। এ সময় আমাদের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, আগামী বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে থেকে দুর্বল হলে এর প্রভাব আমাদের
দেশে পড়তে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ঝরতে পারে।ধ্রুবকন্ঠ/এনএম
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত