প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫
চমৎকার আয়োজনে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিতা
মোঃ আকরাম উদ্দীন, নোসক প্রতিনিধি ||
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে একাদশ শ্রেণির ২০২৫-২৬ সেশনের নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়।ছাত্রশিবির নোসক শাখার সভাপতি নাজিম মাহমুদ শুভ'র সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাদের আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর শিক্ষাবিদ ইসহাক খন্দকার। তিনি বলেন, “নবীন শিক্ষার্থীদেরকে হতে হবে জ্ঞানে, চরিত্রে ও আদর্শে সমৃদ্ধ। শিক্ষাজীবন শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং সঠিক দিকনির্দেশনা ও নৈতিকতা অর্জনের জন্য।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব, শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রাকিব। নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। তারা বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই।অনুষ্ঠান প্রাঙ্গণ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এসময় প্রায় তিনশত নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, প্রকাশনা সহ ইত্যাদি উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও ফটো বুথসহ আনন্দ-উচ্ছ্বাস এবং অতিথিদের উদ্বুদ্ধমূলক বক্তব্যে নবীন বরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত