প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
সাঁথিয়ায় বিএনপির কাউন্সিলে যুবদল নেতা সরদার জাহাঙ্গীর
আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) সাঁথিয়া পৌরসভার পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পাবনা-০১ আসনের জননন্দিত নেতা সরদার এম জাহাঙ্গীর হোসেন।বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপির প্রয়াত নেতৃবৃন্দসহ জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানান।সরদার এম জাহাঙ্গীর হোসেন বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্মানিত ডেলিগেট ও কাউন্সিলরগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সবচেয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন— এমন নেতৃত্ব, যার হাতে দল, দেশ ও তারেক রহমানের ধানের শীষ প্রতীক নিরাপদ থাকবে। সেই নেতৃত্বই আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের ভিত্তি স্থাপন করবে।”অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার।এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত