প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫
ভারুয়াখালীতে প্রবাসী পরিবারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা
কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বানিয়া পাড়া এলাকায় সম্প্রতি এক প্রবাসী পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও পুলিশ তথ্য অনুযায়ী, হামলার পেছনে রয়েছে চাঁদার টাকা আদায়ের ব্যর্থ প্রচেষ্টা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।হামলার প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন নুরুল হামিদ, যিনি মৃত উজির আলীর পুত্র এবং স্থানীয়ভাবে ‘পুতিন্যা’ নামে পরিচিত। পুলিশ সূত্রে জানা গেছে, এই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতি ও অন্যান্য গুরুতর অপরাধে একাধিক মামলা দায়ের রয়েছে। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।পুতিন্যার সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে একই এলাকার ফজল হকের ছেলে সাইফুলকে, যিনি ‘লম্বা মাথা’ নামে পরিচিত, এবং খুইল্লা মিয়ার ছেলে সালামত উল্লাহকে। এদের সঙ্গে আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী মিলে প্রবাসী পরিবারটির সদস্যদের ওপর নির্মমভাবে হামলা চালায়। হামলার সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং তাদের বাড়িতে ভয়-ভীতি সৃষ্টি করা হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এলাকায় নতুন কিছু নয়, তবে প্রবাসী পরিবারগুলোকে লক্ষ্য করে এমন নৃশংস হামলা এখন পর্যন্ত দুর্লভ ছিল। তারা আহ্বান জানিয়েছেন যেন প্রশাসন দ্রুত এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্ত সন্ত্রাসীদের আইনগত শাস্তি নিশ্চিত করে।এ পর্যন্ত পুলিশ কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের বা গ্রেফতারের তথ্য নিশ্চিত করেনি। তবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে বলে জানানো হয়েছে। এলাকাবাসী এখন নিরাপত্তার জন্য আশঙ্কিত এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।এ ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এখনও কোনো সরকারি বিবৃতি প্রকাশিত হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ভারুয়াখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত