প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫
উলিপুরে এক বৃদ্ধার মৃত্যু: আত্মহত্যা নাকি অন্য রহস্য!
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের দক্ষিণ মধুপুর ৬ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৃদ্ধা মোফিজা বেওয়া (৭০)-কে উদ্ধার করা হয়।নিহত মোফিজা বেওয়া দক্ষিণ মধুপুর গ্রামের মৃত পয়জার আলীর স্ত্রী এবং মিসর উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা পরিবারের লোকজন বৃদ্ধাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। সকাল সাড়ে দশটা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ না পৌঁছানোর অভিযোগ উঠেছে।এদিকে, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, বৃদ্ধার মৃত্যুর পেছনে অন্য রহস্যও থাকতে পারে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা উচিত।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত