প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫
পাবনা-০১ আসনে মেধাবী শিক্ষার্থীর পাশে যুবদল নেতা সরদার এম জাহাঙ্গীর: তারেক রহমানের নির্দেশে শিক্ষা বৃত্তি চালু
পাবনা: পাবনা-০১ (সাঁথিয়া) আসনের জনগণের সেবার প্রত্যাশা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে এক মেধাবী শিক্ষার্থীর জন্য দীর্ঘমেয়াদি শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ তারিখে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি বাজারের ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী আর্থিকভাবে অসচ্ছল বাবুর মেয়ে লাবনী খাতুনকে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।রাজশাহী মেডিকেল কলেজের ৬৫তম ব্যাচের (সেশন ২০২৩-২০২৪, ২য় বর্ষ) শিক্ষার্থী মো: লাবনী খাতুনকে (রেজিষ্ট্রেশন নং-৫৫) এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। কেন্দ্রীয় যুবদল নেতা সরদার এম জাহাঙ্গীর হোসেন ব্যক্তিগতভাবে শিক্ষার্থী লাবনী খাতুনের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। জার্মানি প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা নোমানের ব্যক্তিগত তহবিল থেকে এই বৃত্তির অর্থ সংস্থান করা হয়েছে।যুবদল কেন্দ্রীয় নেতা জানান, এই দীর্ঘমেয়াদি শিক্ষা বৃত্তি পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ। মেধাবী শিক্ষার্থী লাবনী খাতুন তাঁর এমবিবিএস শিক্ষা জীবন শেষ হওয়া পর্যন্ত প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে এই বৃত্তির অর্থ নিয়মিত পাবেন। তিনি আরও জানান, সাঁথিয়া উপজেলায় বসবাসরত এ ধরনের সকল মেধাবী শিক্ষার্থীর জন্য এই শিক্ষাবৃত্তি কর্মসূচি সম্প্রসারণ করা হবে।শিক্ষা বৃত্তি প্রদানকালে যুবদল নেতা সরদার এম জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাঁদেরকে নির্দেশ দিয়েছেন যেন তাঁরা জনগণের পাশে থেকে সার্বিক সাহায্য-সহযোগিতা করেন। তাঁর লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীরা যেন কোনো বাধা ছাড়াই পড়াশোনা করে গুণী ডাক্তার হয়ে সমাজ, এলাকা ও দেশের সেবা করতে পারে এবং আগামী দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।এছাড়া, তিনি আশ্বস্ত করেন যে অল্প কিছুদিনের মধ্যেই এই মেধাবী শিক্ষার্থীদের বাবার ঘর মেরামত করে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে সরদার এম জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে দেশের সেবা করার সুযোগ পায়, তবে এই এলাকার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সংশ্লিষ্ট ব্যাপক সহযোগিতা করা সম্ভব হবে এবং যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন - সাঁথিয়া পৌর যুবদলের আহ্বায়ক এস এম মাসুদ রহমান, ধুলাউড়ি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ আলীম মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আমিরুল ইসলাম খসরু ও মোহাম্মদ আবু সাঈদ, ধুলাউড়ি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো: শাহ আলম, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় সাধারণ নাগরিক, সাংবাদিক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত