প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
মুন্সিগঞ্জে বাসচাপায় শিশুশিক্ষার্থী নিহত, বাসে আগুন
মুন্সিগঞ্জের
টঙ্গিবাড়ী উপজেলায় বাসচাপায় এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আজ
বুধবার দুপুরের দিকে উপজেলার রান্ধুনীবাড়ি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বেতকা-সিরাজদিখান সড়কে এ দুর্ঘটনা
ঘটে। এ ঘটনার পর
বাসটিতে আগুন দেয় উত্তেজিত
জনতা।নিহত
আরবী (৬) বেতকা ইউনিয়নের
রান্ধুনীবাড়ি এলাকার আলমগীরের মেয়ে। সে স্থানীয় একটি
মাদ্রাসার নূরানী শাখার ছাত্রী ছিল।পুলিশ
ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে
মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল
আরবী। এ সময় একটি
বাস টঙ্গিবাড়ীর দিকে যাচ্ছিল। এ
সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরবীকে চাপা দেয়। এতে
তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত
অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু
হয়।এ
ঘটনার পরপর বাসের চালক
ও তাঁর সহকারী পালিয়ে
যান। একপর্যায়ে উত্তেজিত লোকজন যাত্রীদের নামিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে পুলিশ ও
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ঘণ্টাখানেক
ধরে সিরাজদিখান-বেতকা সড়কে যানবাহন চলাচল
বন্ধ ছিল।টঙ্গিবাড়ী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম
বলেন, স্বজনেরা শিশুটির লাশ বাড়ি নিয়ে
গেছেন। এ ঘটনায় আইনগত
ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ধ্রুবকন্ঠ/এমআর
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত