স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিশুদ্ধ পানির সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং তার মানবকল্যাণমূলক প্রজেক্ট "জলশিরি" এর আনুষ্ঠানিক উদ্বোধন ও হস্তান্তর করেছে। আজ ৩১ অক্টোবর, ২০২৫, শনিবার একটি আনন্দঘন পরিবেশে চট্টগ্রাম নগরীর কালুরঘাটস্থ শিকারপুর এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রকল্পের আওতায়, জেসিআই চিটাগাং শিকারপুর এলাকায় একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে। এই প্ল্যান্টটি স্থানীয় বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানীয় জল, ধোয়া-মোছা ও গৃহস্থালির কাজে ব্যবহারের উপযোগী পরিশোধিত পানি সরবরাহ করবে। এখান থেকে প্রতিদিন প্রায় ৩০০ জন মানুষ সরাসরি উপকৃত হবেন, যা এলাকাবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
জেসিআই চিটাগাং ২০২৫-এর প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী-এর নেতৃত্বে এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত-এর তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী তার বক্তব্যে বলেন, "জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং এর মূল লক্ষ্যই হলো তরুণ দের মান উন্নয়ন এর পাশাপাশি সামাজিক উন্নয়ন ঘটানো। 'জলশিরি' প্রকল্পের মাধ্যমে আমরা একটি মৌলিক মানবাধিকার 'বিশুদ্ধ পানি' এই সম্প্রদায়ের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরে অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি, এই প্রকল্প স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।"
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত প্রকল্পের তত্ত্বাবধান প্রসঙ্গে বলেন, "স্থানীয়দের সাথে নিবিড় সমন্বয় করে এবং তাদের প্রয়োজনের আলোকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি ডিজাইন ও স্থাপন করা হয়েছে। আমরা নিশ্চিত করেছি যে এটি টেকসই এবং দীর্ঘমেয়াদীভাবে সম্প্রদায়ের সেবা দিতে সক্ষম হবে।"
হস্তান্তর অনুষ্ঠানে জেসিআই চিটাগাং- এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মইন উদ্দিন নাহিদ , সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আলম চৌধুরী, ট্রেজারার ইঞ্জিনিয়ার ইশতিয়াক উর রহমান, ভাইস প্রেসিডেন্ট মুন্তাসির আল মাহমুদ (রাহি), ভাইস প্রেসিডেন্ট সাহেদ আলি সাকি, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সাদ বিন মুস্তাফিজ, ডিরেক্টর জাওয়াদ রহমান, ডিরেক্টর জিয়া উদ্দিন সহ স্থানীয় কমিউনিটি নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করে।
.png)
রোববার, ০২ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিশুদ্ধ পানির সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং তার মানবকল্যাণমূলক প্রজেক্ট "জলশিরি" এর আনুষ্ঠানিক উদ্বোধন ও হস্তান্তর করেছে। আজ ৩১ অক্টোবর, ২০২৫, শনিবার একটি আনন্দঘন পরিবেশে চট্টগ্রাম নগরীর কালুরঘাটস্থ শিকারপুর এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রকল্পের আওতায়, জেসিআই চিটাগাং শিকারপুর এলাকায় একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে। এই প্ল্যান্টটি স্থানীয় বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানীয় জল, ধোয়া-মোছা ও গৃহস্থালির কাজে ব্যবহারের উপযোগী পরিশোধিত পানি সরবরাহ করবে। এখান থেকে প্রতিদিন প্রায় ৩০০ জন মানুষ সরাসরি উপকৃত হবেন, যা এলাকাবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
জেসিআই চিটাগাং ২০২৫-এর প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী-এর নেতৃত্বে এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত-এর তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী তার বক্তব্যে বলেন, "জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং এর মূল লক্ষ্যই হলো তরুণ দের মান উন্নয়ন এর পাশাপাশি সামাজিক উন্নয়ন ঘটানো। 'জলশিরি' প্রকল্পের মাধ্যমে আমরা একটি মৌলিক মানবাধিকার 'বিশুদ্ধ পানি' এই সম্প্রদায়ের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরে অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি, এই প্রকল্প স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।"
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত প্রকল্পের তত্ত্বাবধান প্রসঙ্গে বলেন, "স্থানীয়দের সাথে নিবিড় সমন্বয় করে এবং তাদের প্রয়োজনের আলোকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি ডিজাইন ও স্থাপন করা হয়েছে। আমরা নিশ্চিত করেছি যে এটি টেকসই এবং দীর্ঘমেয়াদীভাবে সম্প্রদায়ের সেবা দিতে সক্ষম হবে।"
হস্তান্তর অনুষ্ঠানে জেসিআই চিটাগাং- এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মইন উদ্দিন নাহিদ , সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আলম চৌধুরী, ট্রেজারার ইঞ্জিনিয়ার ইশতিয়াক উর রহমান, ভাইস প্রেসিডেন্ট মুন্তাসির আল মাহমুদ (রাহি), ভাইস প্রেসিডেন্ট সাহেদ আলি সাকি, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সাদ বিন মুস্তাফিজ, ডিরেক্টর জাওয়াদ রহমান, ডিরেক্টর জিয়া উদ্দিন সহ স্থানীয় কমিউনিটি নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করে।
.png)
আপনার মতামত লিখুন