ধ্রুবকন্ঠ

ইসলামী আন্দোলনের নেতা গ্রেপ্তার হওয়ায় থানার সামনে কর্মীদের বিক্ষোভ



ইসলামী আন্দোলনের নেতা গ্রেপ্তার হওয়ায় থানার সামনে কর্মীদের বিক্ষোভ
ছবি সংগৃহীত

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বাকলিয়া থানার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর তার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা।

আজ শনিবার (৩১ অক্টোবর) পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রায় তিন ঘণ্টা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চলতি বছরের ৫ মে পাঁচলাইশ থানায় দঃবি ১৪৩/১৮৬/৩০২/৩৫৩/৪২৭/৩৪ ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩) একটি ধারায় মোহাম্মদ সালাউদ্দিনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় শনিবার বিকেল ৩টার দিকে তাকে নাসিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আবুল কাশেম মাতব্বর ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী তার মুক্তির জন্য থানার সামনে বিক্ষোভ করে। 

এই সময় তারা বিভিন্ন প্রকার উসকানিমূলক স্লোগান দেন।

পরবর্তীতে পাঁচলাইশ থানা পুলিশ ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে আলোচনা করলে তারা সন্ধ্যা ৬টার দিকে থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।

 

চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, একটি মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর দলটির নেতারা থানার সামনে বিক্ষোভ করেছে। গ্রেপ্তার নেতাকে আদালতে পাঠানো হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা থানার সামনে থেকে চলে গেছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

রোববার, ০২ নভেম্বর ২০২৫


ইসলামী আন্দোলনের নেতা গ্রেপ্তার হওয়ায় থানার সামনে কর্মীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বাকলিয়া থানার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর তার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা।

আজ শনিবার (৩১ অক্টোবর) পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রায় তিন ঘণ্টা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চলতি বছরের ৫ মে পাঁচলাইশ থানায় দঃবি ১৪৩/১৮৬/৩০২/৩৫৩/৪২৭/৩৪ ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩) একটি ধারায় মোহাম্মদ সালাউদ্দিনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় শনিবার বিকেল ৩টার দিকে তাকে নাসিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আবুল কাশেম মাতব্বর ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী তার মুক্তির জন্য থানার সামনে বিক্ষোভ করে। 

এই সময় তারা বিভিন্ন প্রকার উসকানিমূলক স্লোগান দেন।

পরবর্তীতে পাঁচলাইশ থানা পুলিশ ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে আলোচনা করলে তারা সন্ধ্যা ৬টার দিকে থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।

 

চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, একটি মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর দলটির নেতারা থানার সামনে বিক্ষোভ করেছে। গ্রেপ্তার নেতাকে আদালতে পাঠানো হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা থানার সামনে থেকে চলে গেছে।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত