ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করলেন প্রধান শিক্ষক

Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে শ্রীপুর অভিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ মোঃ দেলোয়ার হোসেন নিজেই পরীক্ষার একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ২য় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। ২০ আগষ্ট (বুধবার) সকাল ৯টা ২০মিনিনে প্রধান শিক্ষকের ভেরিপাইড ফেইজবুক আইডিতে ৫ম শ্রেনীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার প্রশ্নপত্র আফলোড করে। বিষয়টি তাৎক্ষনিক সর্বত্র ছড়িয়ে পড়লে উপজেলা ব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুলত ৫ম শ্রেনীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা ২১ আক্টোবর বৃহস্পতিবার হওয়ার কথা।

এ বিষয়ে শ্রীপুর অভিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রশ্নপত্র কিভাবে আমার ফেইজবুকে আফলোড হয়েছে সেটা আমি জানিনা। তবে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী জানান, ফেইজবুকে প্রশ্নফাঁসের বিষয়টি শুনেছি। তদন্ত শেষে তার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ জানান, প্রধান শিক্ষক কতৃক পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস কোনভাবেই কাম্য হতে পারেনা। শীঘ্রই ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবীন শীষ জানান, শ্রীপুর অভিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃহস্পতিবারের বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধান শিক্ষক সাঈদ মোঃ দেলোয়ার হোসেনকেও কারন দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।