ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হত্যা ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন

Link Copied!

সাংবাদিক তুহিন হত্যা ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

দেশব্যাপী সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা এবং নির্যাতনের প্রতিবাদে বিশেষ করে সাংবাদিক তুহিন হত্যায় সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এ মানববন্ধন পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, শাকের মোহাম্মদ রাসেল, আ. আবির আকাশ, রাজু হাসান, সাকায়েত সাকিব, আব্দুল মালেক নিরব, রাজিব হোসেন রাজু এবং গণ অধিকার পাটির জেলা সভাপতি এড. নুর মোহাম্মদ প্রমুখ।