নোয়াখালীর সদর পশ্চিমের ওদয় সাধুর হাট এলাকায় সামান্য বৃষ্টি হলেই দেখা দিচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলে হাঁটুপানি জমে যায় প্রধান সড়ক ও এর আশপাশের রাস্তায়। পানি জমে যাওয়ায় এলাকায় যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। কর্মজীবী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, এমনকি অসুস্থ রোগী পরিবহনেও ভোগান্তির শেষ নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক ঘণ্টার টানা বৃষ্টির পরেই পানি রাস্তায় ও বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। অপরিকল্পিত খাল দখল, নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়া এবং রাস্তার উঁচু-নিচু অবস্থাই এই জলাবদ্ধতার প্রধান কারণ বলে দাবি তাদের। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ভুক্তভোগী নুর মোহাম্মদ পাটোয়ারি বলেন, “এলাকার খাল গুলো দখল থাকায় পানি নামছে না। পানি বের হওয়ার কোনো পথ নেই, তাই অল্প বৃষ্টি হলেই আমরা পানিবন্দি হয়ে যাই।” অন্য একজন জানান, “শিশুদের স্কুলে পাঠানো কষ্টকর হয়ে পড়ে, এমনকি বাজারে যাওয়া বা জরুরি কাজেও অসুবিধা হয়।”
এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর খাল পূনরুদ্ধার ও নালা-নর্দমা সংস্কার এবং রাস্তা উঁচুকরণের ব্যবস্থা নেওয়া জরুরি। তারা সতর্ক করে বলেন, বর্ষা মৌসুমে এই সমস্যার সমাধান না হলে পুরো এলাকা দীর্ঘ সময় পানিবন্দি হয়ে পড়ে, যা জনস্বাস্থ্য ও স্থানীয় অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে।