ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে জুলাই শহিদদের স্মরণে সংবর্ধনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

Link Copied!

আজ ৫ আগস্ট ২০২৫ চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে ‘জুলাই ২৪ এর শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সকাল ৯টায় শহিদ শহীদুল ইসলাম এবং ৯:৩০ টায় শহিদ আলম এর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের শুরু হয়।

পরবর্তীতে, সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আহত জুলাই যোদ্ধারা এবং শহিদদের পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও সরকার প্রদত্ত উপহার তুলে দেওয়া হয়।

আলোচনা পর্বে আহত যোদ্ধা, শহিদের স্বজন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব ফরিদা খানম বলেন—“গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহিদদের আত্মত্যাগ জাতির অহংকার। তাঁদের প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে হবে কর্মে, নীতিতে এবং সাহসে। জেলা প্রশাসন তাঁদের পাশে আছে এবং থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন; হাসিব আজিজ, পুলিশ কমিশনার, সিএমপি; মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক); শারমিন জাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন); মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব); মনোয়ারা বেগম, পরিচালক (স্থানীয় সরকার)। আরও উপস্থিত ছিলেন মোঃ নোমান হোসেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার; এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ); মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং মোঃ সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “জুলাই অনির্বাণ” এবং “The Art of Democracy” শীর্ষক দুটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী ।