দক্ষিণ চীন সাগরে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকাজুড়ে একটি সামরিক ঘাঁটি গড়ে তুলেছে চীন। ঘাঁটিটিতে পারমাণবিক বোমারু বিমান উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার নতুন স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন।
জানা গেছে, মিসচিফ রিফ নামে চীনের এই কৃত্রিম দ্বীপের স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই)। ইনডিপেনডেন্ট বলছে, প্রকাশিত ছবিতে একটি সুসংগঠিত নগরের মতো অবকাঠামো, বিস্তৃত রানওয়ে, ক্ষেপণাস্ত্র রাখার স্থান, বিশাল আকারের উড়োজাহাজ হ্যাঙ্গারসহ উন্নত সামরিক সুবিধা দেখা গেছে।
এএমটিআইর পরিচালক গ্রেগরি পোলিং অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে বলেছেন, এই ঘাঁটিগুলোর মধ্যে আছে বন্দরের সুবিধা, বিশাল রানওয়ে, ৭২টিরও বেশি যুদ্ধবিমান হ্যাঙ্গার, ভূমি থেকে আকাশে এবং জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার। এটি দক্ষিণ চীন সাগরের সামরিকীকরণ ঘিরে আন্তর্জাতিক উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। এএমটিআইর তথ্য অনুযায়ী, চীন বর্তমানে প্যারাসেল দ্বীপপুঞ্জে ২০টি এবং স্প্রাটলি দ্বীপপুঞ্জে ৭টি অবস্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে চারটি সম্পূর্ণ নৌ ও বিমানঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া প্রবাল প্রাচীর স্কারবোরো শোয়ালে চীনা কোস্টগার্ডের স্থায়ী উপস্থিতি থাকলেও এখনো কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি।