আজ ২৯ জুলাই বেলা ১২:০০ ঘটিকায় সভাপতি আরিফ হাসান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত রিজভী এর নেতৃত্বে নোয়াখালী সরকারী কলেজ ‘জুলাই বিপ্লব’ বিশেষ আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন –
শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোঃ জাকির হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মুজাম্মেলুল হক, ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ শফিকুল আলম, জনাব বিধান মুহুরী।

বিচারক ছিলেন – আর্ট বিভাগের জাহিদুল ইসলাম সেজান। শিক্ষার্থী, নোয়াখালী সরকারি কলেজ।
ফটোগ্রাফি বিভাগ – মেহেদি হাসান, সভাপতি নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব।

প্রতিযোগিতার ফলাফল :
আর্ট বিভাগ :
বিজয়ী : সাফানা রাওয়ান (বাংলা বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ)
দ্বিতীয় স্থান : মিথিলা ফারজানা (প্রাণীবিদ্যা বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ)
তৃতীয় স্থান : বুশরা করিম (সমাজবিজ্ঞান বিভাগ, ২০২১- শিক্ষাবর্ষ)
ফটোগ্রাফি বিভাগ :
বিজয়ী : ফাহমিদা আফরিন নুসাইবাহ (ইংরেজি বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ)
দ্বিতীয় স্থান : শাহাদাত হোসেন (পদার্থ বিজ্ঞান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ)
তৃতীয় স্থান : সানজিদা সাবরিন নিশাত (রসায়ন বিভাগ, (২০২১-২২ শিক্ষাবর্ষ)