ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ, আহত ভিপি নুর

মোঃ মাজাহারুল ইসলাম
আগস্ট ২৯, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

ঢাকা: রাজধানীর পল্টনে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় পার্টির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এই সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় নুরুল হক নুরকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণ অধিকার পরিষদ ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের’ দাবিতে পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল বের করে। রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা জড়ো হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী এসে জাপার নেতা-কর্মীদের সরিয়ে দেয়। এরপর গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ঘটনাস্থল ত্যাগ করার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। সময়মতো ঘটনাস্থল ত্যাগ না করায় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অনেকেই আহত হন।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে প্রায় দুই থেকে তিনশ লোক এই হামলায় অংশ নেয়। তিনি অভিযোগ করেন, হামলায় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও জড়িত ছিলেন। তবে প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয় বলে তিনি দাবি করেন।