সোহেল রানা, যশোর, খুলনা:
যশোরের কেশবপুর উপজেলায় থানা পুলিশের অভিযানে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা পলাশ কুমার মল্লিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কেশবপুর থানা সূত্রে জানা যায়, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিককে (৪০) শুক্রবার রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি উপজেলার সরাপপুর গ্রামের আনন্দ মোহন মল্লিকের ছেলে।
থানা পুলিশের পৃথক অভিযানে বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মুজিবর রহমান (৫১), ৯ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন (৩৪) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোশারাফ হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত পলাশ মল্লিক মধ্যকুল গ্রামের শীর্ষ সন্ত্রাসী জামাল বাহিনীর সহযোগী ও অর্থদাতা। তাকে জামালের বাড়ির বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপর তিন আসামিকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।