আজ শুক্রবার (২৯ আগস্ট, ২০২৫) বিকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় ধর্ষণ প্রতিরোধ মঞ্চ – লক্ষ্মীপুর জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ হামিদ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, মুখ্য সংগঠক সিফাত রহমান, মুখপাত্র ফারহানা চৌধুরীসহ জেলা শাখার সংগঠকবৃন্দ ও সদস্যবৃন্দ।
আলোচনায় জেলার বিভিন্ন উপজেলা কমিটি ও ক্যাম্পাস কমিটি গঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা হিসেবে সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার, শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা এবং গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তারা বলেন, সমাজ থেকে ধর্ষণ, যৌন হয়রানি ও নারী নির্যাতন নির্মূল করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতৃবৃন্দ জানান, তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ আগামী দিনের সংগ্রামে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবেন।
এসময় বক্তারা সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন—“নারী-শিশুর নিরাপত্তা শুধু সংগঠনের নয়, বরং প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।”
সম্পাদক: মোঃ ফয়সাল | প্রকাশক: এইচ এম শাহ পরান | বিভাগীয় প্রধান (অনলাইন): ইমরান হোসেন