ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সড়ক ও ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি : চট্টগ্রাম মেডিকেল এলাকায় ৩০টির অধিক দোকান উচ্ছেদ

আলী মুর্তজা রাজু, চট্টগ্রাম প্রতিনিধি:
আগস্ট ২৮, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম এলাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানের কারণে দীর্ঘদিন ধরে রোগী ও পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এই দুর্ভোগ লাঘব ও জনস্বার্থ রক্ষার্থে বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। তিনি জানান, ফুটপাত ও সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকার কথা থাকলেও সেখানে দীর্ঘদিন ধরে অবৈধ দোকান বসে আসছিল। এর ফলে প্রতিদিন হাজারো রোগী, চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল।

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে বসানো ৩০টিরও অধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। একই সাথে আইন অমান্য করে দোকান বসানোর অভিযোগে ৮ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে মোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং শহরের শৃঙ্খলা ফেরাতে এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয়রা জানান, প্রতিদিন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা ফুটপাত দখলের কারণে চরম ভোগান্তিতে পড়তেন। দোকান উচ্ছেদের ফলে এলাকায় স্বাভাবিক চলাচলের পরিবেশ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ফুটপাত দখল ও রাস্তা অবৈধভাবে ব্যবহার করে ব্যবসা করার প্রবণতা দমন না হওয়া পর্যন্ত তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।