টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতি (পুসাক)–এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ এরশাদ।
কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসানুজ্জামান ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল সাগর ও মাভাবিপ্রবির শিক্ষার্থী মরিয়ম আক্তার মিম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওবায়দুল শিকদার, মাভাবিপ্রবির মির্জা জিসান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান রিমু।
সংগঠনিক সম্পাদক পদে রুয়েটের আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিহাব শরার ও রিমন তালুকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাসিবুল হাসান এবং মাভাবিপ্রবির ইসরাত জাহান ঈশা। দপ্তর সম্পাদক পদে ঢাবির সোহেল রানা, অর্থ সম্পাদক টাঙ্গাইল মেডিকেল কলেজের রোমাইসা জাহান, প্রচার সম্পাদক শেকৃবির আল ইমরান ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ঢাবির জায়েদা ইসলাম নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে মাভাবিপ্রবির তাওহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোয়াইব রহমান ও শাহাব হোসাইন, হাবিপ্রবির গোলাম রাব্বি সোহেল এবং রাকিব হাসান নির্বাচিত হয়েছেন।
কমিটি ঘোষণার পর সভাপতি আশরাফুল খান বলেন, পুসাক সবসময় কালিহাতির শিক্ষার্থীদের পাশে থেকেছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখব।
সাধারণ সম্পাদক মোঃ এরশাদ বলেন, আমাদের লক্ষ্য হবে কালিহাতির শিক্ষার্থীদের নেটওয়ার্ক শক্তিশালী করা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখা। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে পুসাক।
উল্লেখ্য, পূর্ববর্তী কমিটির সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন সিরাজী এবং সাধারণ সম্পাদক ছিলেন শেকৃবির শিক্ষার্থী শফিকুল ইসলাম সিয়াম।