চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণের সহযোগিতা ও দোয়া পেলে তিনি আসনের উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন একজন প্রকৃত জনপ্রতিনিধির সারাজীবনের সংগ্রাম। আমি এমন একজন হতে চাই, যিনি মানুষের কল্যাণে কাজ করবেন এবং জনগণের ভালোবাসা ও বিশ্বাসের যোগ্য হয়ে উঠবেন।
২৮ আগস্ট সন্ধ্যায় নগরীর ২নং গেইটের জিন্নুরাইন কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিজনেস ফোরাম (সিবিএফ) আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মুরাদপুর-চাঁদগাঁও অঞ্চলের সভাপতি রাশেদুল আজম মঞ্জুর।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার হাফেজ মাওলানা ড. মহিউদ্দীন মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক, চট্টগ্রাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির অধ্যাপক আজম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন জানে আলম চৌধুরী।
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি হলো জনগণের আস্থা। জনগণের দোয়া ও ভালোবাসা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
শামসুজ্জামান হেলালী আরও বলেন, তিনি এমন এক সমাজ গড়তে চান যেখানে সবাই সমান মর্যাদা ও সুযোগ পাবে। চট্টগ্রাম-১০ আসনের প্রতিটি মানুষ যেন উন্নয়নের অংশীদার হয়, সেটাই তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি চাই মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। জনগণের আস্থা অর্জন করা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং এটি আজীবনের দায়িত্ব ও সংগ্রাম।”
সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শামসুজ্জামান হেলালীর জন্য দোয়া কামনা করেন।