ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার ৫৪ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রামগঞ্জে কাঁচা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

Link Copied!

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের দাবিতেও সড়ক উন্নয়ন না হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী।

বুধবার সকালে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১ কিলোমিটার সড়কে উন্নয়নের ছোঁয়া না লাগায় শিক্ষার্থী, রোগী ও আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই।

এলাকাবাসীর অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্ষা মৌসুমে সড়কে কাদাপানি থাকায় স্কুলে অনিয়মিত হচ্ছে শিক্ষার্থীরা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা। রোগী যাতায়াতের ক্ষেত্রে এই সড়ক যেনো মরণফাঁদ। কাঁচা সড়কে দুর্ঘটনার ভয়ে চলাচল করতে চায় না কোনো যানবাহন, ফলে বিলম্বিত হচ্ছে স্বাস্থ্যসেবা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুর রহিম ও জাহাঙ্গীর আলম বলেন, এটি বিদ্যালয়ের একমাত্র চলাচলের রাস্তা। সামান্য বৃষ্টিতেই কাদাপানি হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, এতে এলাকার শিক্ষাব্যবস্থা চরম ক্ষতির মুখে পড়েছে। আমরা দ্রুতই রাস্তার উন্নয়নের দাবি জানাই।

স্থানীয় ডাক্তার মোঃ আবদুল মান্নান জানান, এলাকার গর্ভবতী মহিলা ও অসুস্থ রোগীদের অবস্থা খুবই করুণ। রাস্তা খারাপ হওয়ার কারণে যথাসময়ে যানবাহন পাওয়া দুষ্কর হয়ে পড়ে। এতে রোগীদের চিকিৎসা সেবায় চরম বিঘ্ন ঘটছে, এই রাস্তা সংস্কার হওয়া অতীব জরুরি।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। রাস্তার পাশে দুটি মসজিদ ও একটি স্কুল রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই পথে যাতায়াত করে। এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে দ্রুততম সময়ে এই রাস্তা সংস্কারের দাবি জানাই।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন, মাসুদ আলম ও মোঃ সোলেইমান বলেন, আমাদের ৪নং ইছাপুর ইউনিয়নের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আমরা তার দৃষ্টি কামনা করছি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানাই আমাদের কষ্ট লাঘবে রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।