ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৬, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

গ্রেপ্তারকৃতরা হলেন ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাহার হাওলাদারের ছেলে রিকশাচালক মো. জাহিদ (৪০) এবং মৃত আশরাফ আলীর ছেলে মো. জিয়াউল ইসলাম জিহাদ (৩২)। জিহাদ স্থানীয় দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে উপজেলার হাসপাতাল মোড়ে বেঞ্চের ওপর ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন জাহিদ। এসময় সাংবাদিক পরিচয়ধারী জিয়াদ ঘটনাটি ভিডিও করে জাহিদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। পরবর্তীতে সে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি পুলিশের নজরে আসে।

পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই দুইজনকে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আসামিদের দ্রুত আদালতে সোপর্দ করা হবে।