লক্ষ্মীপুর জেলার মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম (নোমান), মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, জজকোর্টের আইনজীবী অ্যাড. রেজাউল ইসলাম খান সুমন, মান্দারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিয়াজ মাহমুদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহেদুর রহমান রাফি প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর আবুল হোসেন সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নেশা থেকে দূরে রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যেমন শরীর ও মন ভালো থাকে, তেমনি গড়ে ওঠে সুস্থ সমাজ। তারা এই আয়োজনকে জেলার ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
দিনব্যাপী উদ্বোধনী দিনের খেলায় মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। স্থানীয় ক্রীড়ামোদী জনতা এই আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।