ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া বেতনের দাবিতে সিরাজগঞ্জে এম এ মতিন কটন মিলস শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৪, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে সিরাজগঞ্জের এম এ মতিন কটন মিলসের শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। শনিবার সকালে প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের বিসিক কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এই আন্দোলনের ফলে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

শ্রমিকদের প্রধান দাবিগুলো ছিল বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা, প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে নিশ্চিত করা, অতিরিক্ত পরিশ্রম বন্ধ করা এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা। শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন ও ভাতা নিয়মিত ও সঠিক সময়ে পরিশোধ করা হচ্ছিল না এবং অতিরিক্ত কাজের জন্য বাড়তি কোনো পেমেন্টও দেওয়া হচ্ছিল না।

শ্রমিকদের আন্দোলনের মুখে মিল কর্তৃপক্ষ তাদের দাবি পূরণে সম্মতি জানায়। কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এই আন্দোলন শ্রমিকদের কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার এবং সুষ্ঠু শ্রম পরিবেশের দাবিকে সামনে এনেছে।