ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রকৃতিতে শরৎ, তবে টানা বৃষ্টিতে ভোগান্তি: বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক রিপোর্ট:
আগস্ট ২৪, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকৃতিতে এখন শরৎকাল চললেও দেশের বিভিন্ন স্থানে চলছে টানা বর্ষণ, যা এই সময়ের জন্য কিছুটা অস্বাভাবিক। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রবিবার (২৪ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস:

সোমবার: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার: চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায়, ময়মনসিংহ, ঢাকা ও বরিশালের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার: রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়, ১৩০ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস।