ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর কলাপাড়ায় জালে আটকা পড়া একটি মারাত্মক বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমাল লাভারস অফ পটুয়াখালী-এএলপি।

মোঃ সোহাগ আহমেদ কলাপাড়া (পটুয়াখালী)
আগস্ট ২৪, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

আজ ২৬/০৮/২০২৫ইং রবিবার,কলাপাড়া উপজেলার উমেদপুর গ্রামে আজ একটি বিরল ও মারাত্মক বিষধর শঙ্খিনী সাপ জালে আটকে পড়ে। খবর পেয়ে, বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জনাব অসিম মল্লিক-এর দিকনির্দেশনায় অ্যানিমাল লাভারস অফ পটুয়াখালী-এএলপি-এর বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকর্মী মো. আল মুনজির হাওলাদার এবং মাসুদ হাসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সাপটি নিরাপদে উদ্ধার করে তারা স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা করেন। এএলপি জানায়, উদ্ধারকৃত সাপটিকে লোকালয় থেকে দূরে, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
একই সাথে, সাপে কামড় দিলে করণীয় সম্পর্কেও তারা গুরুত্বপূর্ণ তথ্য দেন। হাইকোর্ট এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে। তাই কোনো ব্যক্তি সাপের কামড়ের শিকার হলে, ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জোর পরামর্শ দেওয়া হয়।
সাপে কামড়ালে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়।

দ্রুত চিকিৎসকের কাছে গেলে জীবন বাঁচানো সম্ভব।

ধ্রুবকন্ঠ/এমআর