ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ব্রাদার্স ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সরকারি-বেসরকারি নেতাদের মিলন

মোঃ জাকির হোসাইন রাজু
আগস্ট ২৩, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জাকির হোসাইন রাজু । ভালুকা, ময়মনসিংহ:

সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত ব্রাদার্স ক্লাব স্থাপিত ১৯৮৫-এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন রাফি উল্লাহ চৌধুরী, সভাপতি, ব্রাদার্স ক্লাব ভালুকা। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার, ভালুকা, ময়মনসিংহ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম, ভারপ্রাপ্ত আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ও যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন এবং ভালুকা মডেল থানার কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির।

বক্তারা তাদের বক্তব্যে ব্রাদার্স ক্লাবের দীর্ঘদিনের কার্যক্রম ও সামাজিক উন্নয়নে এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি স্থানীয়দের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সম্মেলন শেষে ক্লাবের সদস্যরা সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার শপথ নেন।