ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বনানীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হোস্টেল দখল ও মাদক বাণিজ্যের অভিযোগ

প্রতিনিধি: ঢাকা
আগস্ট ২৩, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বনানী থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম জিহানের বিরুদ্ধে তিতুমীর কলেজের হোস্টেল দখল, মাদক সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগ ও ছাত্রলীগের সাথে যোগসাজশ করে হোস্টেলটির জায়গা দখল করেন। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান হোটেলেও তালা দিয়েছে জিহান।

এছাড়া, জিহান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত বলে দাবি করেছেন স্থানীয়রা। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার এমন অভিযোগ উঠলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়রা অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি সবসময় প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় স্থানীয় পেজ “বনানী সত্য নিউজ”-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, “মাদক ও চাঁদাবাজি সব জিহানের আয়ত্তে।” ওই প্রতিবেদনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

স্থানীয়দের দাবি, সরকারি হোস্টেল ছাত্রদের জন্য উন্মুক্ত রাখতে এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

ধ্রুবকন্ঠ/এমআর