ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

থালাপতি বিজয়ের বিজেপির বিরুদ্ধে ‘বিজয় যুদ্ধ’ ঘোষণা: তামিলনাড়ু রাজনীতিতে নতুন সমীকরণ

অনলাইন ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৩, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে নতুন ঝড় তুলেছেন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাভাতিতে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির বিরুদ্ধে ‘বিজয়ের যুদ্ধ’ ঘোষণা করেন। বিজয়ের এই কঠোর অবস্থান তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে দেওয়া বক্তৃতায় বিজয় সরাসরি বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ এবং রাজ্যের প্রধান রাজনৈতিক দল ডিএমকেকে ‘রাজনৈতিক শত্রু’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “আমরা কোনো দলের ছায়ায় নেই এবং কোনো গোপন বোঝাপড়ার অংশও নই। আমাদের লড়াই বিজেপির আদর্শ ও ডিএমকের রাজনীতির বিরুদ্ধে।” তিনি আরও জোর দিয়ে বলেন, তামিলনাড়ুর জনগণ কখনোই বিজেপির বিভাজনমূলক রাজনীতি গ্রহণ করবে না। তার দল সমতা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করবে।

বিজয় তার বক্তৃতায় ঘোষণা করেন যে, আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে এককভাবে লড়াই করবে এবং কোনো রাজনৈতিক জোটের অংশ হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত ডিএমকে ও এআইএডিএমকে-এর বাইরে একটি তৃতীয় শক্তি হিসেবে তার দলকে প্রতিষ্ঠিত করার ইঙ্গিত দেয়।

বক্তৃতায় প্রতীকীভাবে নিজেকে ‘সিংহ’ হিসেবে উল্লেখ করে বিজয় বলেন, “সিংহ কখনো ভয় পায় না। আমরা শুধু শিকারের জন্য বের হই, বিনোদনের জন্য নয়।” তিনি প্রধানমন্ত্রী মোদির প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “এনইইটি বাতিল করুন! আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না।” তার এই বক্তব্য সমাবেশে ব্যাপক সাড়া ফেলে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজয় তার তারকা-আবেদনকে পুঁজি করে তরুণ সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, যা তামিলনাড়ুর রাজনৈতিক ভূ-প্রকৃতি পাল্টে দিতে পারে। ইন্ডিয়া টুডে এবং হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তার এই বক্তব্য কেবল তামিলনাড়ু নয়, জাতীয় রাজনীতিতেও আলোড়ন সৃষ্টি করতে পারে। তবে বিজেপি বা ডিএমকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।