ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের মহেশপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৩, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চলবে এবং প্রায় ৪০ হাজার নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি।

উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়।