অভিনব কায়দায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচার করার সময় কক্সবাজারে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।
সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটকের পর তাকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে ২ হাজার ৩৫০টি ইয়াবা ট্যাবলেট বের করা হয়। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদক পাচার প্রতিরোধে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।