লক্ষ্মীপুরের রামগঞ্জের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর প্রত্যয়–এর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সংগঠনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন হয়।
২০১৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন শুরু থেকেই বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ইতিমধ্যেই রামগঞ্জে ব্যাপক সাড়া জাগিয়েছে।
নতুন ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন মোবারক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু জাফর। এছাড়াও কমিটির অন্যান্য পদে একঝাঁক তরুণ-যুবককে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবেন।
সংগঠনের সভাপতি মোবারক হোসেন বলেন, “আলোর প্রত্যয় সমাজের অসহায় মানুষের পাশে থাকবে এবং শিক্ষা ও মানবিকতায় আলোকিত রামগঞ্জ গড়তে কাজ করবে। নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর আমরা আরও ব্যাপক পরিসরে কাজ করার পরিকল্পনা নিয়েছি।”
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির লক্ষ্য ছিল মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা। নতুন কমিটির অনুমোদনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।