ঝালকাঠিতে মসজিদের ভেতরে ঢুকে এক ইমামকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ইদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে জেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল তালুকদার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। যুক্তি-তর্কের জেরে ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদার তার দলবল নিয়ে ওই মসজিদের ইমামের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। নিজেকে রক্ষা করতে ইমাম দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেও হামলাকারীরা দরজা ভেঙে তাকে টেনেহিঁচড়ে বের করে এনে মারধর করে এবং তার দাড়ি উপড়ে ফেলে। আশপাশের লোকজন তাকে রক্ষা করার চেষ্টা করলেও হামলাকারীদের প্রতিরোধের মুখে ব্যর্থ হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এই ঘটনার বিচার চেয়ে শুক্রবার দুপুরে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর প্রতিবাদে বিকেলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ডা. সিরাজুল ইসলাম সিরাজী, জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাও. ইব্রাহিম আল হাদীসহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।