ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মহিপুরে থানা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন

Link Copied!

টুয়াখালীর মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ১১ সদস্য বিশিষ্ট থানা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে ক্বারী মোঃ আজিজুর রহমানকে আহ্বায়ক ও হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মাওলানা মোঃ হারুন, মোঃ জাকির মৃধা, হাফেজ মোঃ সোলায়মান, মো. শফিকুল ইসলাম রাইহান, মাওলানা মোঃ আব্দুল হান্নান, মোঃ শহিদুল ইসলাম মৃধা, কাজী মাওলানা মোঃ আমির হোসেন, হাফেজ মোঃ আনোয়ার হোসেন ও মাওলানা মোঃ আব্দুর রহমান।

কমিটির আহ্বায়ক ক্বারী মোঃ আজিজুর রহমান দায়িত্বপ্রাপ্ত হওয়ার প্রতিক্রিয়ায় বলেন, আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আমি মহিপুর থানা ওলামা দলের আহ্বায়ক হওয়ার সুযোগ পেয়েছি। এ দায়িত্ব অর্পণের জন্য জেলা ওলামা দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় নেতা জননেতা এবিএম মোশারফ হোসেন ভাইয়ের প্রতি, যিনি সবসময় আমাদের অনুপ্রেরণা দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, আমি অঙ্গীকার করছি দলের নীতি-আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব ও সততার সাথে কাজ করবো এবং মহিপুর থানা ওলামা দলের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট থাকবো।

দলীয় সূত্র জানায়, নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

ধ্রবকন্ঠ/এমআর