গুগল ডকস ব্যবহারকারীদের জন্য একটি নতুন ও আধুনিক ফিচার চালু করছে, যার সাহায্যে যেকোনো লিখিত ডকুমেন্টকে সহজেই অডিও ফাইলে রূপান্তর করা যাবে। জেমিনাই এআই দ্বারা পরিচালিত এই ফিচারটি এখন থেকে ডকুমেন্টের টেক্সটকে উচ্চমানের ভয়েস আউটপুটে বদলে দেবে। এর ফলে ব্যবহারকারী যেকোনো সময় নিজের লেখা বা শেয়ার করা ফাইল শুনতে পারবেন।
গুগলের ঘোষণা অনুযায়ী, ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী এআই-ভয়েসের ধরন এবং প্লেব্যাকের গতি পরিবর্তন করতে পারবেন। এই সুবিধাটি শুধু লেখকের জন্য নয়, বরং যারা ফাইলটি শেয়ার করা হয়েছে, তারাও এর অডিও সংস্করণ শোনার সুযোগ পাবেন। এই ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে প্রথমে মেনু থেকে ‘টুল’ অপশনে গিয়ে ‘অডিও’ এবং তারপর ‘লিসেন টু দিস ট্যাব’ নির্বাচন করতে হবে।
এছাড়াও, ডকুমেন্টের লেখক চাইলে সরাসরি একটি কাস্টমাইজযোগ্য অডিও বাটন যুক্ত করতে পারবেন। ‘ইনসার্ট’ মেনু থেকে ‘অডিও’ অপশনটি বেছে নিয়ে এই বাটনটি যোগ করা যাবে। এর ফলে, পাঠকরা ওই বাটনে ক্লিক করেই সহজে ডকুমেন্টের অডিও ভার্সন শুনতে পাবেন।
এই বছরের এপ্রিলে গুগল ডকুমেন্টকে এআই-চালিত পডকাস্টে রূপান্তরের ঘোষণা দিয়েছিল। নতুন এই ফিচারটি তার চেয়েও বেশি কার্যকরী হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা, বিশেষ করে যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো ডকুমেন্ট শোনার প্রয়োজন হয়।
প্রাথমিকভাবে, এই সুবিধাটি শুধুমাত্র ইংরেজি ভাষা এবং ডেস্কটপ ডিভাইসের জন্য চালু করা হয়েছে। গুগল জানিয়েছে, এই অডিও ফিচারটি ধাপে ধাপে চালু করা হচ্ছে এবং এটি মূলত ওয়ার্কস্পেস বিজনেস, এন্টারপ্রাইজ ও এডুকেশন প্ল্যানের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। একই সাথে, এআই প্রো এবং আল্ট্রা সাবস্ক্রিপশনধারীরাও এই সুবিধা পাবেন।
সম্পাদক: মোঃ ফয়সাল | প্রকাশক: এইচ এম শাহ পরান | বিভাগীয় প্রধান (অনলাইন): ইমরান হোসেন