মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর কুয়াকাটায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে গত চারদিন ধরে বিরতিহীন বৃষ্টিপাত হচ্ছে কুয়াকাটায়। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ইতোমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধান ও মৌসুমি সবজির ক্ষেত। এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
এদিকে, সমুদ্রে থাকা জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে তারা।
পর্যটক জহির রায়হান বলেন, বৃহস্পতিবার আমরা কুয়াকাটা বেড়াতে এলেও টানা বৃষ্টির কারণে হোটেলের বাইরে বের হতে পারিনি। পুরো সফরের সময় হোটেলের ভেতরেই কাটাতে হয়েছে।
মহিপুরের জেলে মোঃ রিয়াজ বলেন, আবহাওয়া খারাপ থাকায় আমরা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছি না। মহিপুর বন্দরে প্রায় দেড় হাজার মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে। আবহাওয়া ঘন ঘন খারাপ হওয়ায় প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছি।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির,সাধারণ সম্পাদক সুমন দাস জানান, সমুদ্রে থাকা অধিকাংশ ট্রলার মহিপুর মৎস বন্দরে নিরাপদে আশ্রয় নিয়েছে। তবে কিছু ট্রলার উপকূলের কাছাকাছি অবস্থান করে মাছ ধরছে।
সম্পাদক: মোঃ ফয়সাল | প্রকাশক: এইচ এম শাহ পরান | বিভাগীয় প্রধান (অনলাইন): ইমরান হোসেন