ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শার্শা সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়ার সময় দালালসহ ৮ জন আটক

অনলাইন ডেস্ক রিপোর্ট
আগস্ট ২১, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পাড়ি দেওয়ার সময় দালালসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে সাতজন সাধারণ নারী-পুরুষ এবং একজন দালাল রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন— ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫)। এদের সঙ্গে আটক দালাল হাবিবুর রহমানের (৩৩) বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়। আটককৃত বাকি সাতজন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, ২১ বিজিবির গোগা ক্যাম্পের একটি টহল দল গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোগা গ্রামের সালামের মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজনের একটি দল পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, বৈধ কাগজপত্র ছাড়াই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। দালাল হাবিবুর রহমান তার নিজের অটোরিকশায় করে তাদের সীমান্ত এলাকায় পৌঁছে দিচ্ছিলেন।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বর্তমানে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। একই সাথে সীমান্তবর্তী মানুষকেও নিয়মিত সচেতন করা হচ্ছে।