যুল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি। আজ (২১ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর শহরের মুড়লি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
আটককৃত ব্যক্তির নাম রুবেল, তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি’র একটি বিশেষ টহল দল খুলনা-যশোর মহাসড়কের মুড়লি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তারা সন্দেহজনকভাবে রুবেলকে আটক করে এবং তার দেহ তল্লাশি করে। তল্লাশিতে তার কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এসব বারের মোট ওজন ৫৮৫ গ্রাম।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা। স্বর্ণের পাশাপাশি রুবেলের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৩,৯৯৫ টাকাও উদ্ধার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত স্বর্ণ, মোবাইল ফোন এবং নগদ টাকা যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া, স্বর্ণগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।