চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার উচ্চ মাধ্যমিক মেধাবী ছাত্রছাত্রী ও বেসরকারী সংস্থা ভার্ক-এর সদস্যদের মেধাবী ছেলেমেয়েদের মাঝে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দু' অর্থবছরের "ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ লক্ষ্যে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)- এর আর্থিক সহায়তায় উপজেলার উচ্চ মাধ্যমিক ও ভার্ক সদস্যদের মেধাবী ছেলেমেয়েদের জন্য ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের মোট ২৩ জন মেধাবী ছাত্রছাত্রী ও ভার্ক সদস্য ছেলেমেয়েদের মাঝে ১৫ লাখ ৪৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ২০২৪-২০২৫ অর্থবছরে ২য় বর্ষের ১৪৬ জন ১ম বর্ষের ৫৩ জন শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা করে এক বছরের বৃত্তি প্রদান বাবদ ২৩ লাখ ৮৮ হাজার টাকা ভার্ক-এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।
এ আর্থিক সহায়তা প্রদানের চেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর কার্যালয়ে তাঁর হাত দিয়ে বিতরণ করেন ভার্কের "সমৃদ্ধি কর্মসূচীর" উপজেলা কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম আহমেদ, ভার্কের ভোলাহাট এরিয়া সহকারী পরিচালক (ঋণ) মোঃ আরিফুজ্জামান, শাখা ব্যবস্থাপক মোসাঃ লাকী খাতুন, ভার্ক ভোলাহাট শাখার হিসাব রক্ষক সুজন কুমার।
ছবি ক্যাপশনঃ ভোলাহাটে ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তির চেক বিতরণ করছেন ইউএনও মোঃ মনিরুজ্জামান ও ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুন । পাশে- অন্যান্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।
সম্পাদক: মোঃ ফয়সাল | প্রকাশক: এইচ এম শাহ পরান | বিভাগীয় প্রধান (অনলাইন): ইমরান হোসেন