লক্ষ্মীপুরের ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোঃ নুর আলম ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার, ১৮ আগস্ট, নুর আলম দায়রা জজ আদালতে হাজিরা দিতে যান। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সত্যতা যাচাইয়ের জন্য ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নুর আলমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ বিরাজ করছে, এবং তারা দ্রুত বিচার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।