ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতা বিএনপি কমিটিতে, ক্ষোভে ফুঁসছে স্থানীয় নেতাকর্মীরা।

নজরুল ইসলাম তুহিন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
আগস্ট ১৯, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষীপুরের রামগতি উপজেলার ৩নং পোড়াগাছা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে সদস্য হয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতা। তিনি বর্তমানে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সদস্য মো. নুরে আলম। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
গত ১৮ অগাস্ট ৩নং পোড়াগাছা ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে নুরে আলমকে ৬৩ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন ও সদস্য সচিব সিরাজ উদ্দিন স্বাক্ষরিত প্যাডে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

স্থানীয়রা জানান, নুরে আলম বিএনপি নয়, বরং দীর্ঘদিন নিষিদ্ধ সংঘটন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২২ সালে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৮ সালে রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তাকে নিয়মিত দেখা গেছে। দলীয় নেতাদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করাও ছিল তার নিয়মিত অভ্যাস।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নুরে আলম প্রকৃত বিএনপি’র সর্মথক নয়। অর্থের বিনিময়ে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগসাজশ করে তিনি ইউনিয়ন কমিটির সদস্য হয়েছেন। এতে প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতারা বঞ্চিত হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন যুবলীগের সক্রিয় একজন নেতা কীভাবে বিএনপির ইউনিয়ন কমিটিতে জায়গা পেলেন?

নবগঠিত কমিটি ঘোষণার পর থেকেই তৃণমূল নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করছেন। তাদের মতে, বিএনপির দুর্দিনে যারা সংগ্রাম করেছেন, পুলিশি নির্যাতন সহ্য করেছেন, তাদের বাদ দিয়ে বিতর্কিত ও ভিন্ন দলের নেতাদের কমিটিতে রাখা হচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং সংগঠন দুর্বল হয়ে পড়ছে।