ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৬

পুলক শেখ, ময়মনসিংহ প্রতিনিধি:
আগস্ট ১৯, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডস্টোর বাজারে তিনটি গাড়ির ধাক্কাধাক্কিতে আনসার আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর খাদ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উল্টে যায়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ভালুকা উপজেলার সিডস্টোর বাজার উত্তর পাশে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই আনসার আলীর মৃত্যু হয়। আহত চারজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় তিনটি গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি হলে ঘটনাস্থলেই আনসার আলী নিহত হন। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় এনাম ফিড মিলের খাদ্য বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা দেখে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উল্টে যায়। ট্রাক উল্টে পড়ায় আশপাশের লোকজন আতঙ্কে ছুটোছুটি করে। তবে ট্রাক চালক প্রাণে বেঁচে যান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো সরিয়ে নেয়। ভালুকা থানা পুলিশ জানায়, মহাসড়কের ওই স্থানে ইউটার্ন ও যানজটের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, সিডস্টোর বাজার এলাকায় প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটলেও স্থায়ী ট্রাফিক ব্যবস্থার অভাব রয়েছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক হলেও নিরাপত্তার অভাব ও অসচেতন ড্রাইভিংয়ের কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। এ ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ বলছে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।