ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচনে রামগঞ্জের মেধাবী শিক্ষার্থী খালেদ সাইফুল্লার অংশগ্রহণ

নজরুল ইসলাম তুহিন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
আগস্ট ১৮, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জের চন্ডিপুর ইউনিয়নের হরিশ্চর মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মোঃ খালিদ সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সহ-ক্রিয়া ও ক্রীড়া সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ইতোমধ্যে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

খালিদ সাইফুল্লাহর বিশ্বাস, “The Ballot is stronger than the Bullet”— ব্যালটই গণতান্ত্রিক পরিবর্তনের প্রকৃত শক্তি। তিনি বলেন, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ মতামতই পারে প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে এবং ছাত্র সমাজের ন্যায্য অধিকার নিশ্চিত করতে।

স্থানীয়রা হরিশ্চর মাদ্রাসার এই সাবেক শিক্ষার্থীর সাহসী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং তার সাফল্য কামনা করেছেন। অনেকের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনে একজন মাদ্রাসা-পড়া শিক্ষার্থীর অংশগ্রহণ অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, যা দেশের ছাত্র রাজনীতিতে নতুন আশা জাগিয়েছে। খালিদ সাইফুল্লাহ নিজ যোগ্যতায় ও স্বচ্ছ চিন্তাধারায় শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নিতে চান।