সৌদি আরবে কর্মরত ছেলে সোহরাব হোসাইনের (৩৫) কোনো সন্ধান না পেয়ে গত ছয় মাস ধরে দিশাহারা এক বাবা।
ছেলে সৌদি আরবে আছেন নাকি নেই, বেঁচে আছেন নাকি মৃত—কিছুই জানেন না এক অসহায় বাবা। তার নাম মো. সফির উদ্দিন, বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে। গত ছয় মাস ধরে তিনি তার প্রবাসী ছেলের কোনো খবর পাচ্ছেন না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও যখন ব্যর্থ হলেন, তখন তিনি সরকারের কাছে ছেলের সন্ধান চেয়ে আবেদন করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. সফির উদ্দিনের ছেলে সোহরাব হোসাইন ২০০৭ সালের ২৯ জুলাই কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি 'তানিয়া আল খাইজ ওয়াটর' নামের একটি কোম্পানিতে কাজ করতেন। ২০২১ সালে তিনি একবার দেশে এসে প্রায় ছয় মাস অবস্থান করেন এবং এরপর আবার সৌদি ফিরে যান।
ছেলের পাসপোর্ট নম্বর EJ0433614 এবং মোবাইল নম্বর 009660532847732। গত রমজানের প্রায় দেড় মাস আগে সর্বশেষ তার মায়ের সঙ্গে কথা হয়। সেসময় তিনি ভালো আছেন এবং কিছু টাকা পাঠিয়েছেন বলে জানান। ওই টাকার খবর দেওয়ার পর থেকেই তার সঙ্গে পরিবারের সব যোগাযোগ বিচ্ছিন্ন।
ছেলেকে খুঁজে না পেয়ে বাবা মো. সফির উদ্দিন ছেলের সন্ধানে অনেক জায়গায় খোঁজখবর নিয়েছেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, তার ছেলে সৌদি আরবের জেলে আছেন। এই খবর পেয়ে তিনি ছেলেকে জেল থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য গত ২৪ এপ্রিল ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি আবেদন করেন।
কিন্তু এত চেষ্টার পরও তিনি তার ছেলের কোনো সন্ধান পাননি। সোহরাব হোসাইনের পরিবার এখন চরম অনিশ্চয়তায় ভুগছে। তারা কেবল জানতে চায়, তাদের ছেলে বেঁচে আছে কিনা। এই অসহায় বাবা এখন কেবল সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে চেয়ে আছেন, যদি কোনোভাবে তার ছেলের সন্ধান পাওয়া যায়।
সম্পাদক: মোঃ ফয়সাল | প্রকাশক: এইচ এম শাহ পরান | বিভাগীয় প্রধান (অনলাইন): ইমরান হোসেন