ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ভালুকায় যুবকের উপর ছুরি হামলার অভিযোগ

পুলক শেখ, (ভালুকা) ময়মনসিংহ প্রতিনিধিঃ
আগস্ট ১৭, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মো. আলামিন নামে এক যুবকের উপর ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে মো. বিজয় মন্ডল (২৪) ও মো. শাহিন মন্ডলের (২৫) বিরুদ্ধে, যারা কাচিনা ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে রয়েছেন। এ ঘটনা সংঘটিত হয় শনিবার (১৬ আগস্ট, ২০২৫) সন্ধ্যা প্রায় ৭টায় বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের সামনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ক্যান্টিনের আয় ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বিজয় ও শাহিনের গ্রুপ আলামিনের উপর হামলা করে। গুরুতর আহত আলামিনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজয় মন্ডল ও শাহিন উভয়েই বিএনপির সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত। ঘটনার পর তারা পলাতক।

ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, “ঘটনার তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।