ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে কারখানার দেওয়াল ধসে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

পুলক শেখ
আগস্ট ১৭, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার দেওয়াল ধসে পড়ে মো. বেলাল হোসেন (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামে লান্তাবুর অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি ওই কারখানায় প্রিন্টিং বিভাগে ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন এবং বহেরারচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্র ও কারখানার শ্রমিকদের বরাতে জানা গেছে, ভারী বৃষ্টির কারণে কারখানার পেছনের সীমানা দেওয়ালটি দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় ছিল। রোববার সকালে বৃষ্টি কিছুটা কমার পর বেলাল হোসেন ওই দেওয়ালের পাশ দিয়ে কারখানায় প্রবেশের সময় হঠাৎ দেওয়ালটি ধসে পড়ে। তিনি দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

কারখানার অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পথে ভালুকা উপজেলায় পৌঁছানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই বেলালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পথে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দেওয়াল ধসে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারের জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানান, ওই দেওয়ালটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।