ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

পুলক শেখ, (ভালুকা) ময়মনসিংহ প্রতিনিধিঃ
আগস্ট ১৬, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলার কারণে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট, ২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শিশুটির স্বজনেরা হাসপাতালে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন। অভিযোগের মুখে জরুরি বিভাগের চিকিৎসক মো. শামীম নোমান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

মৃত শিশুটির নাম ওয়ালিদ হাসান, উপজেলার শালীহর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। শিশুটির বাবা বিল্লাল হোসেন জানান, গত বুধবার (১৩ আগস্ট) দুপুরে ওয়ালিদের শ্বাসকষ্ট শুরু হলে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শামীম নোমান প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে ফিরিয়ে দেন।

পরদিন বৃহস্পতিবার (১৪ আগস্ট) শিশুটির শ্বাসকষ্ট বেড়ে গেলে সকালে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসক একটি এক্স-রে করিয়ে কিছু ওষুধ দিয়ে পুনরায় বাড়িতে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির অবস্থার আরও অবনতি হলে তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তখনও ভর্তি না করে আরেকটি এক্স-রে ও ওষুধ দিয়ে বাড়িতে ফেরত পাঠান।

বিল্লাল হোসেন জানান, তিনি চিকিৎসককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, “আপনারা কি আমার চেয়ে বড় ডাক্তার?” শুক্রবার ভোরে শিশুটির অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা বলেন, “যদি চিকিৎসক সময়মতো আমার ছেলেকে ভর্তি করে সঠিক চিকিৎসা দিতেন, তাহলে হয়তো আমার সন্তান বেঁচে যেত। আমি এই ঘটনার বিচার চাই।”

শিশুটির স্বজন রুনা আক্তার বলেন, “দুই দিন ধরে আমরা বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক ভর্তি করেননি। ময়মনসিংহে নেওয়ার কথা বললেও তিনি তাতে রাজি হননি। এই অবহেলার কারণেই আমার ভাগনে মারা গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তির শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে জানতে চিকিৎসক মো. শামীম নোমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর ভাট বলেন, “শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে বলে জানা গেছে। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্ত করে দেখা হবে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।